“দ্যা ব্ল্যাকবোর্ড” এ স্বাগতম! আমরা আশা করি আপনি আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন।

এই নিয়ম ও শর্তাবলী (“নিয়ম ও শর্তাবলী”) https://theblackboardbd.com/ (“সাইট”), মোবাইল অ্যাপ্লিকেশন (গুলি) (“অ্যাপ্লিকেশন”) এবং যেকোনো বৈশিষ্ট্য, সাবডোমেইন, বিষয়বস্তু (এখানে উল্লেখ করা ব্যতীত), কার্যকারিতা, পণ্য, পরিষেবা (পরিষেবাগুলি সহ), মিডিয়া, অ্যাপ্লিকেশন, বা সাইট এবং/অথবা অ্যাপ্লিকেশন এবং/অথবা যে কোনও মোড, মাধ্যম, প্ল্যাটফর্ম বা এর মাধ্যমে প্রস্তাবিত সমাধান বিন্যাস, সিকিউর ডিজিটাল (‘এসডি’) কার্ড, ট্যাবলেট বা অন্যান্য স্টোরেজ/ট্রান্সমিটিং ডিভাইসের মাধ্যমে (এরপরে সম্মিলিতভাবে “প্ল্যাটফর্ম”/ “দ্যা ব্ল্যাকবোর্ড প্ল্যাটফর্ম” হিসাবে উল্লেখ করা হয়েছে) ব্যবহারের জন্য শর্তাবলী নির্ধারণ করে।

এই শর্তাবলী আইসিটি আইন ২০০৬ এবং তথ্য প্রযুক্তি (মধ্যস্থকারী নির্দেশিকা) বিধিমালা, ২০১১ এর বিধান অনুসারে একটি ইলেকট্রনিক রেকর্ড গঠন করে, যা সময়ে সময়ে সংশোধিত হয়।

আপনার ব্যবহার/অ্যাক্সেস/ব্রাউজিং অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা পরিষেবা বা পণ্য বা রেজিস্ট্রেশন (অর্থপ্রদান সহ বা ছাড়া/সাবস্ক্রিপশন সহ বা ছাড়া) যেকোন উপায়ে আপনার শর্তাবলীর স্বীকৃতি এবং আইনত আবদ্ধ হওয়ার জন্য আপনার চুক্তিকে নির্দেশ করবে।

অনুগ্রহ করে আমাদের সাথে নিবন্ধন, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, পরিষেবা এবং পণ্য ব্যবহার করার আগে অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, পরিষেবা বা পণ্যগুলি ব্যবহার করার বিষয়ে কোম্পানির শর্তাবলী এবং গোপনীয়তা নীতি পড়ুন। শর্তাবলী এবং অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা পরিষেবা বা পণ্য সম্পর্কিত অন্য কোন নীতির মধ্যে কোনো অমিল হলে, শর্তাবলীর বিধান প্রাধান্য পাবে।

সেকশন ১:

ক. দ্যা ব্ল্যাকবোর্ড -এর শিক্ষার্থী হওয়ার পর আপনার যত সমস্যা, জিজ্ঞাসা, সাহায্য সব আমাদের theblackboardbd.com সাইটের সাপোর্টে (হেল্পলাইন নাম্বার, ফেইসবুক পেইজ মেসেঞ্জার, হোয়াট্সঅ্যাপ) জিজ্ঞাসা করবেন। কোন শিক্ষককের / পরিচালকদের পাসোর্নাল কোন আইডি কিংবা ফোন নাম্বারে টেক্সট বা কল দিতে পারবেন না।

খ. ক্লাস সর্ম্পকিত, ক্লাস কবে শুরু, গত ক্লাসের রেকর্ডিং এই জাতীয় ক্লাস সর্ম্পকিত যেকোন প্রশ্ন ফেইসবুক পেইজ মেসেঞ্জারে, হোয়াট্সঅ্যাপে মেসেজ করবেন। একই মেসেজ বার বার দিবেন না।

গ.  theblackboardbd.com  এর বাইরে কোর্স  বা ব্যাচ নিয়ে কোথাও ব্যাচের গ্রুপ খোলা যাবে না এবং দ্যা ব্ল্যাকবোর্ডের কোন ডাটা, ভিডিও কিংবা মিটিং আইডি ফেসবুক গ্রুপ কিংবা অন্য কোথাও শেয়ার করা যাবে না। কোন শিক্ষার্থীর খোলা কোন গ্রুপে ব্যাচের অন্য শিক্ষার্থীদের জয়েন নিষিদ্ধ। এমন কোন প্রমাণ পেলে উক্ত শিক্ষার্থীদের বহিস্কার করা হতে পারে।

সেকশন ২:

ক. কোর্সের এক্টিভিটি -এর ভেতর কোর্স সর্ম্পকিত কোন পোস্ট ছাড়া অন্য কোন পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ।

খ. কোর্সের এক্টিভিটি -এর ভেতর কেউ নিজস্ব প্রচারণা, এড মি, যেকোন প্রকার লিংক, গ্রুপ পোস্ট কিংবা কমেন্ট করা যাবে না।

গ. সিলেবাস, প্র্যাকটিস ফাইল, কিংবা লেকচার নামে কোন প্রকার ভাইরাস কিংবা অন্য শিক্ষার্থীর জন্য ক্ষতিকর এ জাতীয় পোস্ট করলে তাকে সাময়িক বহিস্কার, জরিমানা কিংবা ছাত্রত্ব বাতিল করা হবে।

ঘ. ক্লাসের জয়েন মিটিং আইডি কিংবা লিঙ্ক দ্যা ব্ল্যাকবোর্ড -এর ফেসবুক গ্রুপসহ অন্য কোথাও শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। এ রকম প্রমাণ পেলে উক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল কিংবা আর্থিক জরিমানা হতে পারে।

ঙ. একজন শিক্ষার্থী নিজের ব্ল্যাকবোর্ড -এর একাউন্টের আইডি পাসওয়ার্ড সবসময় নিরাপদ স্থানে নিজে সংরক্ষণ করবেন। নিজের ব্ল্যাকবোর্ড লগিন আইডি পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করা যাবে না কিংবা একাধিক ডিভাইস থেকে লগিন করা যাবে না।

চ. কোন শিক্ষার্থীর ভর্তি বাতিল কিংবা ছাত্রত্ব বাতিল হলে তিনি কোর্স রেজিস্ট্রেশন ফি ফেরত পাবেন না। অর্থাৎ কোর্স রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য।

সেকশন ৩:

ক. কোর্সের এক্টিভিটি -এর ভেতর ধর্ম, বর্ণ এবং লিঙ্গ বৈষম্য করা যাবে না। মেয়ে শিক্ষার্থীরা বিরক্ত হয় কিংবা আপনার কমেন্ট এ অন্য কারো বিরাগভাজন হবেন, এ রকম কমেন্ট করা যাবে না।

খ. রাজনৈতিক আলোচনা সর্ম্পূণভাবে নিষিদ্ধ। কারো অনুমতি ছাড়া তার প্রাকটিস ফাইল কিংবা পোস্ট করা অন্য কোন ফাইল ডাউনলোড করবেন না।

গ. এখানে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ত্ব সম্পন্ন শিক্ষার্থী আছেন, তাই সর্বদা সম্মানের সহিত অন্য শিক্ষার্থীদের সাথে আচরণ করুন।

ঘ. কারো অনুমতি ছাড়া তাকে বন্ধুর জন্য অনুরোধ করা যাবে না। কিংবা ব্যক্তিগত কোন মেসেজ পাঠানো যাবে না।

ঙ. ক্লাসে অন্য শিক্ষার্থীদের কিংবা মেয়ে শিক্ষার্থীদেরকে কটুক্তি করে কিছু বলা যাবে না।

সেকশন ৪:

ক. শিক্ষকবৃন্দ ক্লাসে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অথবা ক্লাসের বাইরে মিটিং/গ্রুপ করে শিক্ষার্থীদের সাথে কৌশলে নিজ বা অন্য কোন কোম্পানির প্রচারণার স্বার্থে কিংবা পার্সোনাল ব্র্যান্ডিং এর উদ্দেশ্যে আলোচনা বা উৎসাহিত করা সম্পুর্ণ নিষিদ্ধ।

খ. শিক্ষক কোর্স রিলেটেড কোন সাক্সেস পোস্টে নিজেকে ট্যাগ কিংবা মেনশন করার জন্য শিক্ষার্থীদের প্ররোচিত করতে পারবে না।

গ. শিক্ষক এবং ছাত্রদের বন্ধুত্বপুর্ণ সর্ম্পক থাকবে, সকল শিক্ষার্থী, ক্লাসের প্র্যাকটিস ফাইল জমা দিতে বাধ্য থাকবেন, কেউ জমা না দিলে জবাবদিহি করতে হবে।

ঘ. শিক্ষার্থীরা অনেকেই একদম নতুন, সেক্ষেত্রে যেকোন (অপ্রয়োজনীয়) প্রশ্ন করতে পারেন। শিক্ষক অবশ্যই বিরক্ত না হয়ে কিংবা রাগান্বিত না হয়ে সুন্দর ও সাবলীল ভাষায় উত্তর দিতে হবে কিংবা বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে পরোক্ষভাবে অন্য শিক্ষার্থীরা প্রশ্ন করতে অনুৎসাহিত হয় এমনভাবে উত্তর দেওয়া যাবে না। শিক্ষককে শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে।

ঙ. কোন শিক্ষার্থী শিক্ষার্থীদের দেওয়া নীতিমালা ভঙ্গ করলে কিংবা শিক্ষকের সাথে অসাধুচারণ করলে, শিক্ষক দ্যা ব্ল্যাকবোর্ড -এর সাপোর্টে কমপ্লেইন করবে। খুব বেশি সমস্যা করলে শিক্ষকবৃন্দ উক্ত ক্লাস থেকে ঐ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করতে পারবে।

চ. কোন শিক্ষার্থীর জন্য অন্য শিক্ষার্থী কিংবা দ্যা ব্ল্যাকবোর্ড কর্তৃপক্ষ, শিক্ষক বা সংগঠনের ‍সম্পর্কে উপযুক্ত প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর বা বিব্রতকর কোন পোস্ট করা সম্পূর্নরূপে নিষিদ্ধ। এক্ষেত্রে কোন কারণ দর্শানো ছাড়াই আপনার ছাত্রত্ব বাতিল করা হবে। আপনার কোন অভিযোগ থাকলে এখান থেকে আমাদেরকে জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপনার সমস্যার সমাধানের জন্য আমাদের লাইভ সাপোর্ট টিম আছে।

ছ. শিক্ষকদের সিদ্ধান্তই সবসময় চুড়ান্ত হবে। ক্লাসের সর্ম্পকিত কিংবা অন্য কোন অভিযোগ থাকলে আমাদের সিস্টেমকে তাৎক্ষণিক জানাবেন। ক্লাস চলার সময় অবাধে প্রশ্ন করতে পারবেন, তবে তা অবশ্যই সৃজনশীল এবং শিক্ষনীয় হতে হবে। আপনার প্রশ্নে অন্য শিক্ষার্থী বিরক্ত কিংবা তার সময় যেন অপচয় না হয়, সেটা উপলদ্ধি করুন।

জ. এডমিন অথবা শিক্ষকের দেওয়া কোন প্রকার পোস্ট রিপোর্ট করা কিংবা বাজে মন্তব্য করা যাবে না। পোস্ট সর্ম্পকিত কোন অভিযোগ থাকলে কমেন্ট করে জানাবেন, তবে এডমিন বা শিক্ষকের মানহানির বিষয় জড়িত কোন পোস্ট হলে তাতে রিঅ্যাক্ট কিংবা কমেন্ট করবেন না, সেক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষকে জানাবেন।

ঝ. শিক্ষকবৃন্দ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দ্যা ব্ল্যাকবোর্ডে কিংবা দ্যা ব্ল্যাকবোর্ডের বাইরে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ। উক্ত তথ্য নিজের প্রচারণায় ব্যবহার কিংবা কারো সাথে শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। এমন কোন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঞ. শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নিকট কোন প্রকার চার্জ/পেমেন্ট/বকশিশ দাবি অথবা দিতে উৎসাহিত করতে পারবেন না। নিজেকে গিফ্ট দিতে শিক্ষার্থীদের প্রলুদ্ধ করতে পারবেন না।

ট. শিক্ষকবৃন্দ পার্সোনাল রিভিউ দেওয়া, ক্লাসের মধ্যে নিজের গুণগান কিংবা ক্লাস কেমন নিয়েছে, সেটা নিজ থেকে শিক্ষার্থীদের জিজ্ঞেস করতে পারবেন না।

ঠ. শিক্ষকবৃন্দ স্পেসিফিক কোন শিক্ষার্থীর বেশি প্রশংসা, প্রাধান্য দেওয়া, স্পেসিফিক কিছু শিক্ষার্থীকে সবসময় সহায়তা করতে পারবেন না। সকল শিক্ষার্থী আমাদের কাছে সমান। তবে মেধাবী এবং উদ্যামী শিক্ষার্থীদের পরিচর্যা এবং সর্বাত্নক সহায়তা করতে হবে।

ড. শিক্ষক ক্লাসের মাঝে নিজের কিংবা অন্য কোন শিক্ষার্থীর জন্মদিন কিংবা যেকোন অনুষ্ঠান পালন করতে পারবেন না।

সেকশন ৫:

ক. ক্লাস শিডিউলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত। নির্ধারিত সময়সূচির থেকে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে শুরুর তারিখ সর্বোচ্চ ৪ সপ্তাহ পেছাতে পারে। চার সপ্তাহ পরও ব্যাচ পেছানো হলে শিক্ষার্থীরা ফুল রিফান্ড নিতে পারবে।

খ. কেউ নিজের কোর্স অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন না।

গ. শিক্ষার্থীদের ও দ্যা ব্ল্যাকবোর্ড -এর সুবিধার্থে এবং ক্লাস সুষ্ঠ ও সফলতার সাথে পরিচালনা করতে  কর্তৃপক্ষ চাইলে ক্লাস শুরুর সময় ও তারিখ পরিবর্তন কিংবা শিক্ষক পরিবর্তন করতে পারে।

ঘ. কোন কারণে যদি কোন ব্যাচ শুরু করার পর নির্ধারিত সময়ে সম্পন্ন না হয় এবং সম্পন্নের নির্ধারিত সময়ের চেয়ে ৬০ কর্মদিবসের বেশি সময়েরও শেষ না হয় তবে শিক্ষার্থীরা ফুল রিফান্ড পাবেন।

ঙ. দ্যা ব্ল্যাকবোর্ড কর্তৃপক্ষের নিকট কোর্স ফি বাবদ কোন টাকা পাওনা থাকলে সর্বোচ্চ ৬০ কর্মদিবসের মধ্যে উক্ত পাওনা টাকা দ্যা ব্ল্যাকবোর্ড কর্তৃপক্ষের নিকট হইতে আদায় করতে হবে। অন্যথায় উক্ত পাওনা টাকা আদায় করতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে দ্যা ব্ল্যাকবোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সেকশন ৬:

ক. ক্লাস শুরুর অন্তত ১০ মিনিট আগে theblackboardbd.com -এ লগিন করে উপস্থিত থাকতে হবে।

খ. ক্লাসের সময় মাইক্রোফোন মিউট করে রাখতে হবে, শুধুমাত্র যখন কোন প্রশ্ন করবেন তখন মিউট অফ করে প্রশ্ন শেষ করে আবার মিউট রাখবেন। কারণ আপনার বাসায় কোন শব্দ হলে সেটা অন্যদেরও ক্লাসে অমনোযোগের কারণ হয়।

গ. ক্লাস শেষে ক্লাস-ফাইলগুলো কোর্স সংশ্লিষ্ট ইউনিটে পরবর্তী ১২ কর্মঘন্টার মধ্যে পোস্ট করা হবে, সেখান থেকে ডাউনলোড করে প্রাকটিজ করুন।

সেকশন ৭:

ক. দ্যা ব্ল্যাকবোর্ড -এর প্রতিটি কোর্সের একটি করে ফেসবুক গ্রুপ রয়েছে। কেবলমাত্র দ্যা ব্ল্যাকবোর্ড -এর শিক্ষার্থীরা উক্ত গ্রুপে জয়েন করবেন। দ্যা ব্ল্যাকবোর্ড -এর শিক্ষার্থীরা গ্রুপে যোগ দিতে অবশ্যই আপনার ইউজারনেম ও অর্ডার নং এর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। উক্ত প্রশ্নোত্তর ছাড়া কাউকে গ্রুপে যোগদানের অনুমোদন দেওয়া হবে না।

খ. ভর্তি হওয়ার/পেমেন্ট করার পর প্রথম ক্লাসেই শিক্ষার্থীদের গ্রুপে জয়েনের নির্দেশনা দেওয়া হবে।

গ. গ্রুপে আপনার কোর্স সম্পর্কিত যেকোন সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। তবে কোর্সের মিটিং আইডি, কোর্স  ভিডিও ইত্যাদি শেয়ার করা যাবে না। কোর্সের এসাইনমেন্টও কোর্স এর ভেতর জমা দিতে হবে।

সেকশন ৮:

ক. ভিডিও কোর্সের ক্লাস দ্যা ব্ল্যাকবোর্ড -এর ওয়েব সাইট থেকে দেখতে হবে এক্ষেত্রে ক্লাসের ভিডিও ডাউনলোড করার কোন সুযোগ থাকবে না।

খ. অর্ডার কমপ্লিট করার পর কোর্স চেঞ্জ করার কোন সুযোগ নেই।

গ. কোর্সের এক্সেস বা একাউন্ট ডিটেলস অন্য কারো সাথে শেয়ার করা যাবেনা এক্ষেত্রে একটি একাউন্টে বিভিন্ন ডিভাইস থেকে লগইন করা হলে সে একাউন্ট ব্যান করা হবে।

ঘ. ক্লাসের ভিডিও স্ক্রিন রেকর্ড এর মাধম্যে বা অন্যকোন মাধ্যমে ধারন করে তা কারো সাথে শেয়ার অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা যাবেনা এক্ষেত্রে দ্যা ব্ল্যাকবোর্ড কর্তৃপক্ষ অবগত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঙ. অর্ডার কমপ্লিট করার পর কোর্স ফি অফেরতযোগ্য বলে গণ্য করা হবে।

চ. ডাউনলোড লিংকের মেয়াদ ১ মাস হয়ে থাকে, এর মধ্যে সকল ক্লাসের ভিডিও ডাউনলোড করে নিতে হবে। মেয়াদ শেষ হয়ে গেলে ডাউনলোড করার কোন সুযোগ থাকবে না।

দ্যা ব্ল্যাকবোর্ড শিক্ষার্থীদের স্বার্থে এবং ভবিষ্যৎ উন্নতি ও অবস্থার প্রেক্ষিতে যেকোন সময় এই নীতিমালা সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারে। দ্যা ব্ল্যাকবোর্ড -এর সকল শিক্ষার্থীরা উক্ত নীতিমালা মেনে চলতে বাধ্য থাকিবেন। দ্যা ব্ল্যাকবোর্ড -এর কোর্সে অংশ নেওয়া মানে আমরা ধরে নিচ্ছি আপনি সজ্ঞানে এবং সুস্থ শরীরে উক্ত নীতিমালা পড়ে, বুঝে আমাদের কোর্স করতে সম্মত হয়েছেন।